ক্ষুদ্র পাপ
- আব্দুল ওহাব

পাপটি হলেও অনেক ক্ষুদ্র
করবো না তা কভু,
নেকি অনেক ছোট হলেও
ছাড়বো না 'কো তবু।

শিশির-বিন্দু জল সমাহার
করে সাগর সৃষ্টি,
ক্ষুদ্র কণার পাপটি তেমন
সংবেদন ক্ষয় দৃষ্টি।

সর্বদা পাপ করলে তাহার
বিবেকের ক্ষয় হবে,
চিন্তা-ভাবনায় বদল ঘটে
বিচার পাবে ভবে।

পাপের ওজন বেশি হলে
অন্তরে দাগ পড়ে,
কৃষ্ণবিন্দুর পাপ নিয়ে তাই
পাপী বান্দা মরে।

এই দুনিয়ায় লঘু শাস্তির
বিপদ বালাই হবে,
আখিরাতের কঠিন শাস্তি
পাপির মাথায় রবে।


১৬-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।